ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আওয়ামী লীগকে নির্বাচনে আনা শহীদের সাথে বেঈমানি- হাসনাত

প্রকাশিত: ১৯:৫৪, ৭ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগকে নির্বাচনে আনা শহীদের সাথে বেঈমানি- হাসনাত

বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে রাজনীতিতে ফেরানোর পায়তারা করলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে বলে মন্তব্য করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আজ ওয়াসিম যদি বেঁচে থাকত বিএনপি এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগই পেতেন না। শহীদরা যে রক্ত দিয়েছে, আওয়ামী লীগকে যদি বিচার করার পূর্বেই রাজনৈতিক কার্যক্রমে আহ্বান জানায় তবে শহীদদের সাথে বিএনপি বেঈমানি করবে।

হাসনাত আরও প্রশ্ন করে বলেন, কিছুদিন আগে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী হাসান মাহমুদ বলছেন, তিনি গণতন্ত্রের পুনরুদ্ধারে বিএনপির সাথে কাজ করতে চান। অথচ গত ১৬বছর ধরে বিএনপিকে নির্যাতন করা দমিয়ে রাখা হয়েছে। কিন্তু বিএনপির কাছে আমার প্রশ্ন আজ আপনাদের অবস্থান কী? কেন আওয়ামী লীগ আপনাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে?

তিনি আরও হুশিয়ারি দিয়ে বলেন, সমঝোতার বা স্যাটেলমেন্টের রাজনীতি হবে ছাত্র নাগরিকের রক্তের সাথে বেঈমানি। কোনো  মিডিয়া যদি নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠনকে প্রচারের চেষ্টা করলে তারা সেখানে নৈতিকভাবে দায়বদ্ধ থাকবেন। কোনো সভ্য দেশে দুই হাজারের বেশি মানুষকে খুন করার পরে তার বিচার নিশ্চিত না করে রাজনীতিতে পুনর্বাসন হতে পারে পারে না। কোনো সভ্য সমাজ সেটা মানবে না।

তানজিলা

×