নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পথ সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী ও পথ সভার আয়োজন করেছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি মাসুদের নের্তৃত্বে চুড়াইন ইউনিয়নের গালিমপুরে এ র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়ে।
এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি মাসুদ বলেন, মহানায়ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুকুটহীন সম্রাট ও রাজনীতিতে ছিলেন অপ্রতিদ্বন্দী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ভাইয়ের নের্তৃত্বে ও নবাবগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (মিজান) ভাইয়ের নির্দেশনায় রাজ পথে ছিলাম, আছি ও থাকবো। কোন অপশক্তি আমাদের দমাতে পারবে না। এ সময় তিনি নেতা কর্মীদের আশফাক ভাইয়ের নের্তৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান বলেন, পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, ও দেশপ্রেম পূজারীদের কাছে আমার নেতা জিয়াউর রহমান আইকন হয়ে থাকবে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্যালুট ও অভিনন্দন জানাই।
র্যালী ও পথ সভায় আরও উপস্থিত ছিলেন চুড়াইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, চুড়াইন ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ আহম্মেদ, চুড়াইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, ইছামতী ডিগ্রি কলেজের সাবেক সাধারন সম্পাদক শওকত হোসেন, চুড়াইন ইউনিয়ন যুবদল ও সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ, চুড়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক আশিকুর রহমান, গালিমপুর ইউনিয়ন যুবদল নেতা রাশেদ, নবাবগঞ্জ থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রামানিক সাবেক ছাত্রনেতা সাইফুল সুজন প্রমুখ।
তাবিব