ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৩, ৬ নভেম্বর ২০২৪

অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

বিএনপি টানা দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে উল্লেখ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির সামনে সুদিনের আভাস দেখা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে দল ক্ষমতায় ফিরবে। এ অবস্থায় অতি আত্মবশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রতিটি নেতাকর্মীর মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো, তবে জনগণ পছন্দ করে না এমন কাজ থেকে নিজেদের বিরত রাখুন। জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন। কেউ অতীত নিয়ে পড়ে থাকলে তার এক চোখ অন্ধ। তাই নেতাকর্মীদের সামনে এগিয়ে যেতে হবে।  
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে। তবে এ সরকারকে ব্যর্থ করে দিতে শেখ হাসিনা বসে আছেন। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের সবাইকে সজাগ থাকতে হবে। একদিন পরে এই সরকারের মেয়াদ তিন মাস পূর্ণ হবে। এই তিন মাসে তাদের সফলতা নিয়ে আলোচনার যথেষ্ট সময় নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুর মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৯০-এর অভ্যুত্থানের সঙ্গে ২৪ এর গণ-অভ্যুত্থানের তুলনা করে বলেন, ৯০ এ ছাত্র-জনতা একটি অভ্যুত্থানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়ে এসেছিল। ২৪ এ আরেকটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আবার মুক্ত দেশ পেয়েছি আমরা।
ফখরুল বলেন, ৭ নভেম্বর দেশ নতুন সত্তা পেয়েছিল, জাতি অস্তিত্ব ফিরে পেয়েছিল। বহুদলীয় রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, অর্থনীতির অবকাঠামো তৈরি, উন্নয়নের ভিত্তি, বৈদেশিক বাজার তৈরি করেছিলেন জিয়াউর রহমান।  
ফখরুল বলেন, ড. ইউনূসের সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় সংস্কার করতে। ড. ইউনূসকে আমরা শ্রদ্ধা ও বিশ্বাস করি। তিনি অতিদ্রুত সেই সংস্কারগুলো করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিবেন এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন বলে প্রত্যাশা করি। 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই ৭ নভেম্বর এমন একটি দিবস যা জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ১৭ বছর আমরা তা পালন করতে পারিনি।
আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের সব সংকটকালে নেত্বত্বে জিয়া পরিবার। ৭ নভেম্বর নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, ৯০ এর স্বৈরাচার আন্দোলনে খালেদা জিয়া ও এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা বিদায় নিয়েছেন। কিন্তু দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। শেখ হাসিনা বলেছিলেন গণতন্ত্রের ওপরে উন্নয়ন। আমরা বলব নতুন কোনো বায়না নয় গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণের ফিরিয়ে দিতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বলেন, ৭ নভেম্বর দেশের পটপরিবর্তন হয়। সব পটপরিবর্তন মানুষ মনে রাখে না। ৭ নভেম্বর বাংলাদেশের সব পরিবর্তন করেছেন। জনগণ জিয়াউর রহমানকে মহানায়ক বানিয়েছেন।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত সরকার। কোনো ব্যক্তি কলমের খোচায় সংবিধান পরিবর্তন করতে পারে না। নির্বাচিত সরকার এসে সংবিধান সংশোধন করবে। 
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি ॥ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের নেতারা এমন অভিমত দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়। 
জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের পদত্যাগ চেয়েছেন কোনো কোনো নেতা। এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। সভায় নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম দেওয়ার বিষয়েও আলোচনা হয় বলে সূত্র জানায়। 

×