বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ১০ নং গারুড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ খলিফা।
৫ নভেম্বর বাকেরগঞ্জ থানায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়া ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া সহ ৩৫ জন নেতা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়া, শ্রমিক লীগ নেতা রাজু ও জাকিরকে বাঁকেরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। ৬ নভেম্বর গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের(২৮ আগস্ট) বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ জোমাদ্দার সহ নেতাকর্মীরা ২৭ আগস্ট গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করেন। সভা চলাকালে সোহাগ খলিফা সহ সজীব হাওলাদার, মিজানুর রহমান টিটু, তোজব্বর আলী হাওলাদার সহ অনেক নেতাকর্মীরা ওই সভায় উপস্থিত থাকেন। ওই সময় সভা চলাকালে উপজেলা শ্রমিক লীগে সভাপতি কালাম ডাকুয়ার নেতৃত্বে ছাত্রলীগের ৫০/৬০ জন নেতাকর্মীরা পূর্বের দাবিকৃত চাঁদা না পেয়ে লাঠিসোটা নিয়ে অর্তকিতভাবে হামলা চালায়। এতে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুর ইসলাম বলেন, গারুড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ খলিফার দায়ের করা মামলায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি সহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তাবিব