ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রামপালের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ১৮:৫৪, ৬ নভেম্বর ২০২৪

রামপালের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে আজ বুধবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।

চাঁদাবাজির মামলায় ইউনিয়ন পরিষদের সামনে থেকে আজ তাককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে রামপাল থানা পুলিশ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, গত ৩০ অক্টোবর উপজেলার বড় কাটালী গ্রামের ইউসুফ আলী খানের দায়ের করা চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে তার পরিষদের সংরক্ষিত নারী সদস্যা রোজীনা সুলতানাকে মারপিট করাসহ একাধিক অভিযোগ রয়েছে।

তানজিলা

×