ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ফ্যাসিবাদ পালিয়েছে কিন্তু জনগণ এখন ও ভোটের অধিকার ফিরে পায়নি: গয়েশ্বর

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ 

প্রকাশিত: ১৪:৫৮, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৩৬, ৬ নভেম্বর ২০২৪

ফ্যাসিবাদ পালিয়েছে কিন্তু জনগণ এখন ও ভোটের অধিকার ফিরে পায়নি: গয়েশ্বর

ফ্যাসিবাদ স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু জনগন এখন ও তার ভোটের অধিকার ফিরে পায়নি। জনগনের মনের ভাষা বুজার চেষ্টা করুন। জনগন কি চায়। জনগন তার ভোটের অধিকার ফিরে পেতে চায়।  তাই কাল বিলম্ব  না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তবর্তীকালীন  সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আজ (০৬ নভেম্বর) বুধবার দুপুরে তেঘরিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির  কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি  এ কথা বলেন, তিনি আর ও বলেন,  দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। জনগন চায় তাদের ভোটের অধিকার ফিরে পেতে।

 

১৬ বছর  হামলা, মামলা দিয়ে বিএনপির লোকজনকে হয়রানি করে বাসায় ঘুমাতে দেয়নি। ছাত্র জনতা আন্দোলনে  হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। হাসিনা বলেছিলো শেখ মুজিবরের মেয়ে পালায় না, সেই হাসিনা  ছাত্র জনতার আন্দোলনে সব ফেলে দেশ ছেড়ে পালিয়েছে। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহীকমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক,অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

 

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মী সভায় আর ও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সহ-সভাপতি ডা:মোশারফ হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফ আহম্মেদ মানিক,তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য, মো: রায়হান মিয়া সহ থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাফরান

×