ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৩৬, ৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৩৮, ৫ নভেম্বর ২০২৪

সাবেক  স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আসাদুজ্জামান খান কামাল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা রয়েছে।
 
 সোমবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল আদালতের বিচারক মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) আদালতের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 
কামালের অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবের মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে পাঁচ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা, ইউনিয়ন ব্যাংক পিএলসির তিনটা হিসাবে তিন কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৫৯৪ টাকা, সীমান্ত ব্যাংক পিএলসিতে এক কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৫৯৬ টাকা, সিটি ব্যাংক পিএলসির তিনটা হিসাবে এক কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৪২৬ টাকা ও সোনালী ব্যাংক পিএলসিতে ৮ লাখ ৬৭ হাজার টাকা রয়েছে।
 
এর আগে ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

শহিদ

×