ববি হাজ্জাজ
শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিল বলে অভিযোগ করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, জাতীয় পার্টি গণহত্যার আসামি৷ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়েছিল হাসিনার গোলামি করার জন্য। এদের নেতারা পুলিশ, র্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমনের জন্য।
শনিবার (২ নভেম্বর) মালিবাগ মোড়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত জাতীয় পার্টির সমাবেশ ঘোষণার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এনডিএম'র মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি করে লুটপাট করে যা টাকা কামাই করেছে সেটাই জাতীয় পার্টির শক্তি৷ এদের নেতাকর্মীরা এত সংগঠিত বা শক্তিশালী না যে ছাত্র-জনতার ওপর হামলা করবে৷ যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে৷
ববি হাজ্জাজ বলেন, আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে৷ কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোনও রাজনৈতিক অধিকার থাকতে পারে না।
এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি৷ কারো বিনোদনমূলক অনুষ্ঠানে প্রয়োজন হলে এদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনও স্থান হবে না।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনডিএম'র কেন্দ্রীয় নেতা মো. মিঠু আলি, অ্যাডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ৷
শিহাব উদ্দিন