ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জাপা অফিসে আগুন নিয়ে যা জানালেন মহাসচিব

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:১৩, ৩১ অক্টোবর ২০২৪

জাপা অফিসে আগুন নিয়ে যা জানালেন মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু 

জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একই সময় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে জাপা কার্যালয়ে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, কোনো উষ্কানী ছাড়াই আমাদের অফিসে হামলা চালানো হয়েছে। হঠাৎ করে আমাদের অফিসে হামলা চালানো হয় এতে আমাদের কর্মীরা এগিয়ে আসলে প্রথমে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর তারা সংগঠিত হয়ে পুনরায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়।

কী কারণে হামলা চালানো হল কিংবা এতে কেউ আহত হয়েছে কী না এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, হঠাৎ কেন এমন ঘটনা ঘটল তা আমার জানা নেই। পুরো না জেনে মন্তব্য করা ঠিক হবে না। কেউ আহত হয়েছে কি না সে বিষয়ে আমার কাছে এখনও তথ্য নেই।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে মশাল মিছিল হয়। মিছিল শেষে জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেয়ার পর কার্যালয় ঘেরাও করতে কাকরাইলের বিজয়নগর এলাকায় আসলে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ একটি গণমাধ্যমকে জানিয়েছেন, টিএসসি থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে নিয়ে মিছিল শুরু করি। বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হওয়ার কথা। তবে মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরের সামনে যাওয়ার সাথে সাথে উপর্যুপরি আক্রমণ করা হয়।

শহিদ

×