সংগৃহীত ছবি
যথাসম্ভব প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ করে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ এলডিপি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে আসাদগেটে দলের নতুন চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন। এদিন বিকেলে সদ্য গঠিত নতুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে বাংলাদেশ এলডিপির সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা আবদুল করিম আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন সেলিম।
প্রবীণ রাজনীতিক আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে বাংলাদেশ এলডিপির নেতৃত্বে ছিলেন। বাধ্যক্যজনিত কারণে তিনি সার্বক্ষণিক রাজনীতিতে নেই।
শাহাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী ঘরানার রাজনীতিতে আবদুল করিম আব্বাসী একজন প্রাজ্ঞ রাজনীতিক, সাবেক হুইপ ওসংসদ সদস্য। বাংলাদেশ এলডিপিকে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, রাজনীতিতে সাবেক এমপি আব্বাসীর অবদান অনস্বীকার্য। এ সময় আবদুল করিম নিজেও দলের প্রতি, নতুন কমিটির নেতাদের প্রতি শুভকামনা প্রকাশ করেন।
আব্বাসী তার বক্তব্যে উল্লেখ করেন, জীবদ্দশায় তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখে যেতে পারছেন।
১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, চারদিকে নানান চেহারায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের আনাগোনা দেখা যাচ্ছে। সকল দলমত নির্বিশেষে ফ্যাসিজম বিদায়ের যে শুভলগ্ন, যে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন দেশ নির্মাণের সম্ভাবনা সামনে এসেছে, তখনই গণতন্ত্র নিয়ে নানা গোষ্ঠী নানা চক্রান্ত শুরু করেছে।
‘১৫ বছর ধরে দেশের মানুষ নিজেদের মত প্রকাশ করতে পারেনি। ভোট প্রয়োগ করতে পারেনি। তাই জনগণের এই দীর্ঘদিনের প্রত্যাশার বাইরে অন্য কারও এজেন্ডা বাস্তবায়নের কোনও সুযোগ অন্তবর্তী সরকারের নেই।’ তাই অবিলম্বে সংস্কার কাজ সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে হবে।’ বলেন শাহাদাত হোসেন সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ।
ইসরাত