গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণ অধিকার পরিষদের সারা দেশে গণজেয়ার সৃষ্টি হয়েছে। আগামি দুই-এক বছরে দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে গণ অধিকার পরিষদ তিন শ’ আসনে নির্বাচন করবে।
তিনি বলেন, গত ৩৩ বছরে যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই দেশের মানুষের আকাক্সক্ষা পুরনে সম্পুর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নিজেরা সুবিধা নিয়েছে। লুটপাট করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকলে কোন স্বৈরাচার আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আগামির রাজনীতি হবে নতুনদের।
তিনি আরও বলেন, কলাপাড়া একটি সম্ভাবনাময় উপজেলা। এখানের উন্নয়নকে বিবেচনায় রেখে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আগামির নেতৃত্ব গড়ে তুলতে হবে। রাজনীতি থেকে প্রতিশোধ পরায়নতা বন্ধ করতে হবে। তিনি গণ অধিকার পরিষদের পতাকা সারা দেশে পৌছে দেওয়ার আহ্বান জানান। গণ অধিকার পরিষদ কলাপাড়া উপজেলা শাখা আয়োজিত বৃহস্পতিবার শেষ বিকেলে অনুষ্ঠিত এক গণ সংবর্ধনা সভায় নুরুল হক প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে আয়োজিত গণ সংবর্ধনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও নারী অধিকার পরিষদের সমন্বয়ক ফাতিমা তাসনিম, কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহআলম, আবু হানিফ হৃদয়, রবিউল ইসলাম, আনিসুর রহমান মুন্না প্রমুখ। সভাপতিত্ব করেন, সৈয়দ নজরুল ইসলাম লিটু।
এসআর