ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

কার প্রশংসায় পঞ্চমুখ গোলাম মাওলা রনি!

প্রকাশিত: ১৫:৩০, ৩০ অক্টোবর ২০২৪

কার প্রশংসায় পঞ্চমুখ গোলাম মাওলা রনি!

গোলাম মাওলা রনি

সম্প্রতি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরকে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বিএনপি। এই চিঠিকে কেন্দ্র করে রাজনীতির ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। এরমধ্যে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সবশেষ বিএনপির থেকে নির্বাচন করা গোলাম মাওলা রনি চিঠির ইস্যুতে মুখ খুললেন।

শুধু তাই নয়, কেন নুরুল হক নুরকে নিয়ে বিএনপি চিঠি দিয়েছে তার নেপথ্যে কারণও জানিয়েছেন রনি। পাশাপাশি এমন চিঠির জন্য বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করেছেন সাবেক এই সংসদ সদস্য। ২০১৮ সালের সংসদ নির্বাচনে গোলাম মাওলা রনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) সাবেক এমপি গোলাম মাওলা রনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেছেন! মতামত বা মন্তব্য জানতে চেয়েছেন। বাস্তবতা হলো - বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না, আর এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়াও নেই।’

‘রুহুল কবির রিজভী যা করেন তা সবই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে করেন। আর তারেক রহমান যা করেন তা নিজের ইচ্ছায় স্বাধীনভাবে করেন।’

তিনি আরও লিখেন, ‘নুরুল হক নুরু দীর্ঘদিন থেকেই তারেক রহমানের প্রিয়জন এবং বিশ্বস্ত ব্যক্তি। নুরু গোপনে এবং প্রকাশ্যে বিএনপির জন্য অনেক ঝুঁকি নিয়েছেন। বিএনপি একটি কৃতজ্ঞ দল এবং তারেক রহমানের কৃতজ্ঞতাবোধ সর্বজনবিদিত। সুতরাং তিনি যদি তার দুঃসময়ের সহযোদ্ধা এবং একান্ত অনুগত ও বিশ্বস্ত মানুষকে কোনো কিছু দিতে চান তা অবশ্যই প্রশংসনীয়।’
 
তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, ভিপি নুরকে সভা-সমাবেশ করতে সহযোগিতার জন্য বলা হয়েছে। যাতে তার নিরাপত্তার বিঘ্নিত না ঘটে। সভায় যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই এই চিঠি। এ আসন বিএনপি তাকে ছেড়ে দেবে এরকম কিছু নয়।

শহিদ

×