ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

শুধু রাষ্ট্রপতিকে নিয়েই অন্তর্বর্তী সরকার ব্যস্ত কেন: রিজভী

প্রকাশিত: ১৯:৩৬, ২৮ অক্টোবর ২০২৪

শুধু রাষ্ট্রপতিকে নিয়েই অন্তর্বর্তী সরকার ব্যস্ত কেন: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

শেখ হাসিনার দোসর আরও অনেকেই আছে, শুধু রাষ্ট্রপতিকে নিয়েই অন্তর্বর্তী সরকার এত ব্যস্ত কেন সে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন, সেখানে অনেকের বিচার হবে। কিন্তু আমরা যদি কাজের বদলে অকাজে বেশি লিপ্ত হয়ে পড়ি, রাজনৈতিক শূন্যতা, সাংবিধানিক শূন্যতা তৈরি করি, তাহলে তো জনগণ কথা বলা শুরু করবে।’

সোমবার দুপুরে রাজধানীর আজিমপুরে গোর-এ শহীদ মাজার এতিমখানার সামনে ডেঙ্গু প্রতিরোধে দলীয় এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মি. রিজভী এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা জটিলতা সৃষ্টির অভিযোগ করে রিজভী বলেন, “আপনারা শুধু জটিলতার পর জটিলতা তৈরি করছেন কেন? শেখ হাসিনার দোসর তো আপনাদের মধ্যে আরও অনেকেই আছে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বলছেন না।”

আজকে রাষ্ট্রপতি থাকলো কী থাকলো না এটা নিয়ে আমরা কেন অস্থির হচ্ছি প্রশ্ন তুলে মি. রিজভী বলেন, “এটাতো মুখ্য বিষয় নয়।”

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা বেশি জানিয়ে মি. রিজভী বলেন, “কিন্তু মানুষতো এখনও সুচিকিৎসা পাচ্ছে না।”

দ্রব্যমূল্যে দাম অনেক বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইসরাত

×