ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

সাহেব,বিবি নাকি টেক্কা !!

প্রকাশিত: ১৩:৩১, ২৭ অক্টোবর ২০২৪

সাহেব,বিবি নাকি টেক্কা !!

ফলোআপ নিউজ

গ্রেফতারি পরোয়ানা থাকায় শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত দিতে বাধ্য ভারত- এমন মন্তব্য করেছেন আইন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড দেশে-বিদেশের মানুষ প্রত্যক্ষ করেছেন। তাই এখন আর রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলে পার পাওয়ার সুযোগ নেই। যদিও শেখ হাসিনাকে ফেরত পাঠানো নির্ভর করছে; নরেন্দ্র মোদী সরকারবন্দি বিনিময় চুক্তি মানবে কি না সেটির ওপর।

 

 

 

 

 


বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ার পর তাকে ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রদান করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। ভারত যদি সত্যি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট প্রদান করে থাকে তাহলে কি বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে কঠিন হবে কি না সেই প্রশ্নও উঠছে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন  অবশ্য বলেছেন, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হলে তা ঠেকানোর কোনো উপায় নেই।

জুলাই-আগস্টের নারকীয় ও বীভৎস হত্যাকাণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে দুই শতাধিক মামলা হয়েছে। শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই অভিযোগ জমা পড়েছে ৬৪টি। এরমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। তদন্ত করছে জাতিসংঘও।


১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। তাকে হাজির করতে বলা হয়েছে ১৮ নভেম্বরের মধ্যে। এ খবর গুরুত্বের সঙ্গে প্রচার হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

তবে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরেও নরেন্দ্র মোদী সরকার তাকে টিডি প্রদান করার কারণে,নেটিজেনরা মনে করছেন সাহেব কার্ডের জোরেই আপাতত টিকে থাকছে বিবি কার্ড হাসিনা।

অন্যদিকে শেখ হাসিনার নামে দুইশর বেশি মামলা হওয়ার পাশাপাশি ইউনূস সরকারের দেশ বিদেশে ব্যাপক সমাদৃত হওয়ার সাথে সাথে ইউনূস সরকারকে দেশের জনগণের ব্যাপক সমর্থনের কারণে ,নেটিজেনরা মনে করছেন আপাতত সাহেবের জোরে বিবি কার্ড টিকে থাকলেও দিন শেষে টেক্কা কার্ড হাসিনার বিচারের মধ্য দিয়েই ইউনূস সরকারের টেক্কা কার্ডেরই জয় হবে।

ফুয়াদ

×