ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক পদ্ধতির গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১২:৫৭, ২৭ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক পদ্ধতির গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। বরং যা করার তা সম্পূর্ণ সাংবিধানিক নিয়মেই করতে হবে।

আজ রোববার যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন আয়োজনের কথা বলেন ফখরুল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য ঘিরে যেভাবে আলোচনার ঝড় উঠেছে। সেটির প্রেক্ষাপটে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

ফখরুল বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

তাওফিক

×