ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

বিরোধে যাবে না বিএনপি, আপাতত পর্যবেক্ষণ

প্রকাশিত: ২১:০০, ২৫ অক্টোবর ২০২৪

বিরোধে যাবে না বিএনপি, আপাতত পর্যবেক্ষণ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে। কেউ বলছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আবার কেউ বলছেন , এখনই না। এমন পরিস্থিতিতে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের সঙ্গে বিএনপির মতপার্থক্য দেখা দিয়েছে।

 

বিএনপির দাবি, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, বিধায় এখনই রাষ্ট্রপতির অপসারণ নয়। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে অনড়। তারা এ-ও বলেছেন, রাষ্ট্রপতির অপসারণে রাজনৈতিক দলের মধ্যে কেউ বিরোধিতা করলে তাকে বাদ দিয়ে ঐকমত্য তৈরি করা হবে। তবে ছাত্র সমন্বয়কদের সঙ্গে বিবাদে জড়াতে চায় না বিএনপি। তারা বিষয়টি নিয়ে কৌশলী অবস্থানে থাকতে চায়।

 

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, তাদের দলীয় অবস্থান স্পষ্ট, রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগ নিয়ে নতুন করে কোনো জটিলতা তৈরি হোক, তারা তা চান না। রাজনৈতিক দল হিসেবে তারা রাষ্ট্রের অংশীজন। তাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতির ইস্যুটির যৌক্তিক সমাধান করতে হবে। এখানে হুট করে রাজপথের বিক্ষোভ দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এতে হিতে বিপরীত হবে।

তারা আরও জানান, ছাত্রদের মতামতের বিপরীতে বিএনপি কোনো অবস্থান নেবে না। ছাত্রদের বিপক্ষে গিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে মনে করছেন তারা। বিএনপি রাষ্ট্রপতির ইস্যুতে সাংবিধানিক অবস্থানে জোর দেবে। ছাত্রদের বিষয়টি তারা পর্যবেক্ষণে রাখবে। তবে মুখোমুখি অবস্থানে যাবে না দলটি।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আমরা প্রথমে এটির সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছি। ছাত্ররা কে কী বলল সেটা তারা ভালো জানে। বিএনপি এটি নিয়ে আগের অবস্থানেই আছে।

ফুয়াদ

×