ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

শহীদ পরিবার থেকে দুজনকে উপদেষ্টা করার দাবি ভিপি নুরের

প্রকাশিত: ২২:৫৬, ১৮ অক্টোবর ২০২৪

শহীদ পরিবার থেকে দুজনকে উপদেষ্টা করার দাবি ভিপি নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে মূল্যায়ন করতে হবে, আমরা শুনেছি নতুন করে উপদেষ্টা নিয়োগ করা হবে, আমাদের দাবি এই শহীদের পরিবার থেকে দুজনকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে।

 

 

সমাবেশে নুরুল হক নুর বলেন, ছাত্র জনতার এই আন্দোলনে যাত্রাবাড়ীর মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানে কোন নেতা ছিলো না, সাধারণ মানুষই এখানে নেতৃত্ব দিয়েছে। যাত্রাবাড়ীর মানুষ বুলেটের সামনে যেভাবে প্রতিবাদ করেছে তা এই আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই শহীদদের পরিবার কে মূল্যায়ন করতে হবে, আমরা শুনেছি নতুন করে উপদেষ্টা নিয়োগ করা হবে,আমাদের দাবি শহীদের পরিবার থেকে দুজনকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে।

যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকেই মূল্যায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ পরিবারের খোঁজ না নিয়ে কেউ কেউ সচিবালয়ে নিয়োগ নিয়ে ব্যস্ত, নতুন দল গঠন নিয়ে ব্যস্ত। এই শহীদদের ত্যাগ নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। ইতোমধ্যে দেখেছি এই সরকারের কেউ কেউ আওয়ামী লীগ কে পুনর্বাসনের চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়া হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের নির্দেশ দাতা শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসি দিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।

ছাত্র জনতার জুলাই বিপ্লব আন্দোলনে আহত ও নিহতদের জন্য দোয়ার আয়োজন ও স্মৃতিচারণ সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার বিকালে যাত্রাবাড়ী দনিয়া কলেজের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যাত্রাবাড়ী এলাকায় শহীদ পরিবারের পক্ষ থেকে অনেকেই বক্তব্য রাখেন, সবাই ছাত্র জনতার হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি করেন।

 

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের মাস্টারপ্লেস এই যাত্রাবাড়ী। এখানে যারা আন্দোলন করেছে, এরা প্রত্যেকে এক একজন মাস্টারমাইন্ড। এখানকার হিরোরা আন্দোলন না করলে গণঅভ্যুত্থান হতো না। আমাদের শহীদদের মায়েরা অভিযোগ করছেন, হত্যাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। তারা গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার ফাঁসি চায়। কিন্তু অন্তর্বর্তী সরকার কি শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নিবে? এই সরকার যদি গণহত্যার বিচার ও শেখ হাসিনা, ওবায়দুল কাদেরদের ফিরিয়ে না আনে, তাহলে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট হবে।৷ আমরা সরকারকে বলবো শহীদ পরিবারকে সম্মানিত করুন। তাদের ত্যাগের কারণেই আজকে আপনারা সরকারে।

গণঅধিকার পরিষদ,ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি অর্নব হোসাইন, সাধারণ সম্পাদক মুজাহিদ, যুব অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি হিরণ প্রমুখ।

 

 

ফুয়াদ

×