মোটরসাইকেল শোডাউন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ এর বিরুদ্ধে।
এতে স্থানীয় নেতাকর্মিদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।বৃহস্পতিবার শেষ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সামনে থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল সহকার সুন্দলপুর ইউনিয়নের রাজুর গাঁও গ্রাম হয়ে চাপরাশিরহাট পর্যন্ত শোডাউন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আবেদকে গত ৩-৪ দিনআগে নোয়াখালী-(কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির সাংগঠনিক স্বমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।এ কারণে বিএনপিএবংঅঙ্গ-সহযোগী সংগঠনের তার অনুসারী নেতাকর্মীলরা গত তিনদিন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় মিছিল নিয়েশোডাউন করেছেন।
ফুয়াদ