রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ ৩৬১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়।
গত আগস্ট মাসের ২৮ তারিখ হওয়া ওই মামলায় দেশে অবস্থান না করেও আসামি হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে- ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবির হোসেনকে।
উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে অবস্থান করলেও ৫ আগস্টে বিজয় মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হওয়া মো. অহিদ মিয়ার বোন মোছ. ঝরনা বেগম এই মামলাটি করেন।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে গেলে উত্তরা পশ্চিম থানাধীন রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে পুলিশের গুলিতে মারা যান মো. অহিদ মিয়া। তার মৃত্যুতে তার মায়ের সম্মতিতে এই মামলা করেন বোন ঝরনা বেগম। কিন্তু আবির হোসেনকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করছে তার পরিবার।
আবির হোসেনের বাবা মো. গোলাম মোস্তফা বলেন, আমরা ছেলে গত বছরের মাঝামাঝি থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছে। এই সময়ের মধ্যে সে একবারও দেশে ফিরে নি। তবুও মামলায় তার নাম দেয়া হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে। সে দেশে না থাকলেও আমার পুরো পরিবার আতংকের মধ্যে আছি। এমন হয়রানিমূলক মামলা থেকে ছেলের দায়মুক্তির দাবি জানাচ্ছি।
স্বপ্না//এসআর