ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভারতে পালিয়ে ত্রিমুখী সংকটে আওয়ামী লীগের নেতারা

প্রকাশিত: ২১:১২, ৭ অক্টোবর ২০২৪

ভারতে পালিয়ে ত্রিমুখী সংকটে আওয়ামী লীগের নেতারা

আওয়ামী লীগের নেতারা

ভারতে পালিয়ে গিয়ে চরম বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের নেতারা। পড়েছেন তিন ধরনের সংকটে। পালানোর সময় সঙ্গে করে নেয়া টাকা প্রায় ফুরিয়ে গেছে। তাই দেশে থাকা আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা নিতে হচ্ছে। পলাতক অনেকের কাছেই নেই পাসপোর্ট। এ ছাড়াও কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যে। এই তিন সংকট তাদের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা, সাবেক মন্ত্রী-এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন। আইনি প্রক্রিয়ার বাইরে সীমান্ত পাড়ি দিয়ে দেশত্যাগের এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।


 

ফুয়াদ

×