জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফেসবুক পোস্ট এর মাধ্যমে এক বন্ধু আরেক বন্ধুকে সিট বন্টনের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ করা বন্ধু তার ফেসবুক ওয়ালে লিখেন,আমার ৪৬ ব্যাচের বন্ধু আব্দুর রহমান। এক সময় হলের সিট মন্ত্রীর দায়িত্বে ছিলো। দায়িত্ব পেয়েই কি যে হম্বিতম্বি দেখাতো সবার উপর!! একবার আমাদের রুম চেঞ্জ করা নিয়ে কি কাহিনিটাই না করছে। আবার আমার রুমমেট মিজান ভাইয়ের অবর্তমানে একদিন সেই গালিগালাজ করে গেছে। ভাই সেদিন হলে ছিলো না।
আরেক দিনের ঘটনা। রাত দেরটার দিকে এসে দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা খুলতেই বলতেছে একটা নাম্বারে শুভ জন্মদিন লিখে মেসেজ পাঠাও। বললাম কাকে পাঠাবো। বলে চো*না তোকে এতকিছু বুঝতে হবে না। পরে শুনি যাকে মেসেজ পাঠিয়েছি তার নাম আল নাহিয়ান খান জয়!!
ছাত্রলীগের সাবেক সভাপতি। সোহেল ভাই তখন প্রেসিডেন্ট হয় নাই আরকি। সাথে আরও দুইজন ছিলো। তাদের আগেই মাফ করে দিছি।
তা বন্ধু আব্দুর রহমান, এখন তুমি কোথায়?? হলে তো অনেক সিট খালি হইছে। তিন তলা পুরাই ফাকা!! দ্রুত আসো বন্ধু। সিট বণ্টন করতে হবে!!
তোমাকে যে এই দায়িত্ব নিতেই হবে বন্ধু!!
ফুয়াদ