ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২১:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত নেতা ও ব্রুনাই হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্রুনাই দূতাবাসে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় তারা বাংলাদেশ ও ব্রুনাইয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শহিদ

×