ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

নেতাকর্মীদের যে নির্দেশনা দিল আ.লীগ

প্রকাশিত: ২২:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪

নেতাকর্মীদের যে নির্দেশনা দিল আ.লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে জানানো হয়, আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে, বিভিন্ন নামে-বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা। যেইগুলোর কোনো ভিত্তি নেই।

পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগমাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।

ফেজবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

শহিদ

×