বিএনপির কার্যালয়
আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং ওই সরকারের দোসরদের বিচারের দাবিতে দেশব্যাপী দুই দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার ও বৃহস্পতিবার সারাদেশের বিএনপি কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেসবিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে জানিয়েছেন।
এ ছাড়া ১৬ আগষ্ট শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র—জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিএনপির প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
শরীফ/শহিদ