ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৮:৫৪, ৭ আগস্ট ২০২৪

যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল

আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনকে আমরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে রাষ্ট্রপতি যেন নির্দেশ দেন সে আহ্বান জানাব। একইসঙ্গে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

আজ বুধবার (৭ আগস্ট) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির কাছে আবেদন জানাই কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। কোনো বিলম্ব না করে। এই সরকার যারা হবেন, তারা তিন মাসের মধ্যে নির্বাচন করবেন। সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব।

তিনি বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, সাম্যের রাষ্ট্র গড়তে চাই। বর্তমানে আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য যারা কাজ করছে তারা তাদেরই প্রেতাত্মা। নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে আপনারা কোনও আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত হবেন না। ক্ষোভ প্রকাশ করে আইন হাতে তুলে নেবেন না। যারা এ সকল ঘটনার সঙ্গে জড়িত থাকবে, দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদের বিষয়ে সতর্ক থাকবেন।

বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী সরকার বন্দি করেছিল উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতা যখন আন্দোলন করেছিল আমরা তাদের সমর্থন জানিয়েছিলাম। এরপর থেকে ফ্যাসিস্ট সরকার আমাদের ১১ হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। কিন্তু সব কিছু পেরিয়ে বাংলার ছাত্রজনতা বিজয় কেড়ে নিয়ে এসেছে। এই বিজয় ছাত্রজনতা ও নেতাকর্মীদের।

তিনি আরও বলেন, যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না, তারা ছাত্রদের মধ্যেও কেউ না। তারা হলো দুর্বৃত্ত। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা গণতন্ত্রের দেশ নির্মাণ করতে চাই। আজকে আমাদের ধৈর্যের সঙ্গে দিন পার করতে হবে। কোনও প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। এ বিজয়কে সুসংগঠিত করতে হবে।

এ সময় সদ্য পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, পালিয়ে গেছে স্বৈরাচার। পদত্যাগ করে পালিয়ে গেছে।

 

এবি

×