বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।
বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। রেকর্ডকৃত ভিডিও প্রচারে তিনি এ বক্তব্য রাখেন।
এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে যোগ্যতা, মেধা, জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবেই হবে শোষণহীন বাংলাদেশ।
তিনি বলেন, সকল ধর্ম, বর্ণ, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শান্তি আর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শহিদ