ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কে কোন পদ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে

প্রকাশিত: ১৭:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৪; আপডেট: ১৭:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

কে কোন পদ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে

ছাত্রলীগের লোগো।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি হয়েছিল ২০২২ সালের ২০ ডিসেম্বর। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটিগুলো জেলা শাখার মর্যাদা পায়, যার মেয়াদ এক বছর। নিজেদের গঠনতান্ত্রিক এই মেয়াদ শেষ হওয়ার দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

গঠনতন্ত্র অনুসারে, বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ১২১ সদস্যের হওয়ার কথা। কিন্তু কমিটি করা হয়েছে ২৮১ সদস্যের।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একযোগে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, সম্পাদকীয় পদগুলোতে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে।কমিটিতে উপসম্পাদক হয়েছেন ১৪১ জন। সহসম্পাদক হয়েছেন ১০ জন। সদস্যপদ পেয়েছেন ১১ জন।

কমিটিতে ১ নম্বর সহসভাপতি হয়েছেন মেহেদী হাসান। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদ ভুঞা। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার। এ ছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন মোছাদ্দেক বিল্লাহ।

কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে আছেন, সহ-সভাপতি হিসেবে মো. মেহেদী হাসান নিবিড়, আরাফাত হোসেন অভি (শহীদুল্লাহ হল), মোজাম্মেল হক, লিয়ন বালা, মো. আল-আমিন, এম. এস. হোসাইন টিটু, নাজমিন আফরোজ কেয়া, ইব্রাহিম খান, বি. এম. সজীব হোসাইন, সালমান সাদিক ফয়সাল, কাজী হেলাল উদ্দিন মাসুম, জয়ন্ত ঘোষ, কামরুল হাসান রাফি, তৌহিদুল হাসান রিসাল, মো. নাইমুন্নবী চৌধুরী তুষার, মো. ওয়ালি উল্লাহ, রবিউল অর্ণব, তিথি দত্ত, সোহান মিয়া, ফাহাদ বিন হাসান, রুবায়েত হাসান সামির, ফারুক শেখ, মো. রাসেল মিয়াজী, শাহরিয়ার শুভ্র, আলমগীর হোসেন বাবলু, আহসানুল হক শিমুল, সামিউজ্জামান, আব্দুল্লাহ আল জুবায়ের, রিফাত হোসেন (সূর্যসেন হল), ফজলে এলাহি জিসান, সোলেমান হোসেন রনি, জাহিদুল ইসলাম (শহীদুল্লাহ হল), রনক আহম্মদ শাওন, মেহেদী হাসান শাকিল, মো. নাফিজ ফুয়াদ, আক্তারুল করিম রুবেল, এম. এম. আবিদ, আবু তালেব, ফারজানা পারভীন, মো. তামজিদ ভূঁইয়া মেঘ, রেজাউল করিম রিয়াদ।

সফিকুল ইসলাম (এফ রহমান হল), ইব্রাহিম খলিল হিমু, শেখ ইসমাইল, শেখ জাহিদ হাসান, তাসনীম বিন সামাদ সাব্বির, মুহাম্মদ জয়নাল আবেদীন, লায়েব উদ্দিন, এম এইচ রাকিব সরদার, নূর উদ্দিন, জায়েদুল ইসলাম ফারাবী, খায়রুল বাশার (শহীদুল্লাহ হল), সজীব ভূঁইয়া, আশীষ চন্দ্র রায়, রাহুল ইসলাম, আনিকা ইবনাত ইতু, মো. শান্ত আলম, মো. সোহান শেখ, আসিফুল হাবিব, মো. তোফায়েল হোসেন, রাহাদ ইসলাম শাকিল সহ-সভাপতি হিসেবে পদ পেয়েছেন।

এছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ ভূঞা, ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রায়হান সরকার, প্রচার সম্পাদক সায়েক্স শাহরিয়ার নিরব, দপ্তর সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তন্ময় মাহমুদ জয়, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আহমদ রেজা, সাংস্কৃতিক সম্পাদক আদনান হাসান অংকন, সমাজসেবা সম্পাদক সিফাত আহাম্মেদ, ক্রীড়া সম্পাদক পারভেজ মুন্সী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইনজামামুল হক খান আলভী, পাঠাগার সম্পাদক রাকিবুল হাসান রাকিব, তথ্য ও গবেষণা সম্পাদক স্বাগতম বাড়ই;

অর্থ সম্পাদক ইয়াছিন আল শাহীন, আইন সম্পাদক সাইকি রহমান নিয়ন, পরিবেশ সম্পাদক আব্দুল মমিন, স্কুলছাত্র সম্পাদক শিবলি সাদিক, বিজ্ঞান সম্পাদক আসাদুজ্জামান মেনন, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. মোহাইমিনুল হক সৌধ, ধর্ম সম্পাদক আশীষ বাগচি, গণশিক্ষা সম্পাদক শাহরিয়ার হোসেন মুন্না, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সম্পাদক সাজিদ মাহমুদ, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সৈকত দাশ বাবু, সাহিত্য সম্পাদক উম্মে দীনা, নাট্য ও বিতর্ক সম্পাদক তানভীর হোসেন শান্ত, আপ্যায়ন সম্পাদক বিজয়া মৃধা বৃষ্টি;

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আখতারুজ্জামান রাজিব, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আদিত্য রশিদ, ছাত্রবৃত্তি সম্পাদক সায়েদা তাসফিয়া জায়েদ সাবা, কৃষিশিক্ষা সম্পাদক এম এমদাদুল বাঁধন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ইউসুফ তুহিন, প্রশিক্ষণ সম্পাদক হাবিব খান, কর্মসংস্থান সম্পাদক তানফিক আহমেদ নাফিজ, মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহেল মাফি, ছাত্রী ও নারী উন্নয়ন সম্পাদক বর্ণালী ঘোষ বর্ণ, এসডিজি সম্পাদক মমতাজ জিন্নাত সাগর, উদ্যোক্তা ও উদ্ভাবন সম্পাদক পারিশা মেহজাবিন, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মাউনজিরা বিশ্বাস সুরভী।

 

এসআর

×