বিএনপির লোগো।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সন্ধ্যায় নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।’
এদিকে, আজ সারাদেশে কালো পতাকা মিছিল ডেকেছিল বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিল করে বিএনপি।
কালেঅ পতাকা মিছিল থেকে বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানকে পুলিশ নিয়ে গেলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ জানায়, তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে তিনি বাসায় চলে যান।
এম হাসান