ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সোহরাওয়ার্দী উদ্যানে কাদের

খেলা হবে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে

প্রকাশিত: ১৯:০৫, ১০ জানুয়ারি ২০২৪

খেলা হবে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে

জনসভায় ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের খেলা শেষ। এখন খেলা রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। বিএনপি একটা ভুয়া দল। তাদের আন্দোলন ভুয়া, কর্মসূচি ভুয়া, একদফা ভুয়া।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খেলা শেষ হয়ে গেছে ৭ জানুয়ারি। বিএনপি ভুয়া দল। ওদের কর্মসূচি ভুয়া। ওদের নেতা ভুয়া। তাদের একদফা ভুয়া। তাদের ভবিষ্যৎ ভুয়া। তাদের ভবিষ্যৎ শুধু অন্ধকার।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ ঐতিহাসিক ১০ই জানুয়ারি। এই দিনে মনে পড়ে আমাদের ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে মহামানবের আজন্ম সাধনার মহামূল্যবান কীর্তি আজকের এই স্বাধীন বাংলাদেশ।

কাদের বলেন, আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি। আজকের এই দিন এলেই আমাদের ইতিহাসের মহানায়ক, মহাবীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনে পড়ে। যে মহামানবের আজন্ম সাধনার মহামূল্য কীর্তি স্বাধীন বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে তিনি বাংলাদেশকে যুক্ত করেছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর কন্যা আজকের মঞ্চ আলোকিত করেছেন। পঞ্চমবারের মতো আওয়ামী লীগ পার্টি লিডার অব হাউজ নির্বাচিত করেছে। তিনি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। তিনি বাংলাদেশে রূপান্তরের রূপকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাহক। আমাদের পূর্ব পৃথিবীর সূর্য। আমাদের আশার বাতিঘর। আমাদের সাহসের সোনালী ঠিকানা। তিনি আমাদের দূরন্ত সাহস ও শৌর্য-বীর্যের প্রতীক

 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×