ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জাতীয় পার্টি শপথ নিচ্ছে না বুধবার

প্রকাশিত: ১৮:৪৯, ৯ জানুয়ারি ২০২৪

জাতীয় পার্টি শপথ নিচ্ছে না বুধবার

জাতীয় পার্টির (জাপা)।

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত ১১ জন সংসদ সদস্য আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নিচ্ছে না। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
মুজিবুল হক চুন্নু বলেন, ‘দলের চেয়ারম্যান জিএম কাদেরসহ আমাদের অধিকাংশ নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকার বাইরে রয়েছেন। আগামী বৃহস্পতিবার নবনির্বাচিত এমপিদের বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হবে কবে শপথ নেব।’

জাতীয় পার্টি শপথ নেওয়া থেকে বিরত থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিষয়টি এমন নয়। আমরা কয়েকদিন পর শপথ নেব।’

গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ১১ আসনে জয়ী হয় জাপা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির আসন ছিল ২৩টি। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬ আসনের ১৫টি-তে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছে জাপার প্রার্থীরা। বাকি ২৩৯ আসনে অধিকাংশে লাঙলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত আসন পায়নি জাপা। ভোটের দিন থেকে নির্বাচন নিয়ে সমালোচনা করছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

জানা যায়, মাত্র ১১ আসন পাওয়ায় জাপার বিরোধী দল হওয়া অনিশ্চয়তায় পড়েছে। দলের চেয়ারম্যান জিএম কাদের রয়েছেন চাপে। পরবর্তী করণীয় ঠিক করতে সময় নেওয়া হচ্ছে। এ কারণে বুধবার শপথ নিচ্ছেন না জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি কী সৃষ্টি হয়, তা দেখতে কয়েকদিন সময় নিচ্ছে দলটি।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×