ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

নড়াইল-২

একাই খেললেন মাশরাফি, জয়ের পর যা জানালেন

প্রকাশিত: ২২:২২, ৭ জানুয়ারি ২০২৪

একাই খেললেন মাশরাফি, জয়ের পর যা জানালেন

মাশরাফি বিন মর্তুজা

দ্বাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা।

রবিবার (৭ জানুয়ারি) স্থানীয় সূত্র মতে, ১৪৭ কেন্দ্রে ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাশরাফী।

মাশরাফীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাতুড়ি মার্কার শেখ হাফিজুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৪১টি। এ ছাড়াও ঈগল মার্কার প্রার্থী মোহাম্মদ নূর ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট।

এদিকে দ্বিতীয়বারের মতো এমপি পদে নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘ধন্যবাদ নড়াইলবাসী।‘  

 

এবি

×