ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নির্বাচনী প্রচারণায় রংপুর যাবেন শেখ হাসিনা

প্রকাশিত: ২০:২৫, ২৪ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী প্রচারণায় রংপুর যাবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুর যাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় কার্যালয়র থেকে জানায়, আগামী ২৬ ডিসেম্বর দুপুর ২টায় রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে পীরগঞ্জে আসার পথে তারাগঞ্জে একটি পথসভা করবেন।

গত ২০ ডিসেম্বর হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারতের পর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। পরদিন ২১ ডিসেম্বর পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেন তিনি।

গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙামাটি এবং বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলার জনসভায় ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন তিনি। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বরিশাল ও গোপালগঞ্জ সফর করার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।

 

এম হাসান

×