ডা. মুরাদ হাসান ও মাহিয়া মাহি
জামালপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান পেয়েছেন ঈগল প্রতীক।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জামালপুরের ৫টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় তিনি এই প্রতীক পান।
ডা. মুরাদ হাসানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমানের কাছ থেকে প্রতীক নেন তার সহযোগী সাখাওয়াত হোসেন মুকুল। প্রতীক বরাদ্দের পরই সরিষাবাড়ীতে আনন্দ উল্লাস করেন তার কর্মী–সমর্থকরা।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান তালুকদারের পুত্র ডা. মুরাদ হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুবার। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর তথ্য মন্ত্রণালয়ে।
তথ্যপ্রতিমন্ত্রী থাকার সময় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হলে মন্ত্রিত্ব ছাড়তে হয় তাকে। এছাড়াও নানা বক্তব্যের জন্য সারা বছর দেশজুড়ে আলোচনায় ছিলেন তিনি।
অবশ্য চিত্রনায়িকা মাহিয়া মাহিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। মাহি পেয়েছেন ট্রাক প্রতীক।
এস