ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচন করবেন হিরো আলম

প্রকাশিত: ১৭:৪২, ১৭ ডিসেম্বর ২০২৩

সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচন করবেন হিরো আলম

হিরো আলম।

শেষমেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়বেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

রবিবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

হিরো আলম বলেন, ‘দুদিন আগেই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলাম। তখন বলা হচ্ছিল, হিরো আলম টাকা খেয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে, মার খাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে। কিন্তু না, আমি এর আগেও নির্বাচন করেছি। হিরো আলম অন্যায়ের প্রতিবাদের প্রতীক হিসেবে নির্বাচন করেছিল।’

এর আগে গত ১০ ডিসেম্বর শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে গত ১৩ ডিসেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তবে আজ সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ভোটে লড়ার কথা জানান হিরো আলম।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×