ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

রবিবার মানববন্ধনের বিষয়ে ডিএমপিকে অবহিত করলো বিএনপি

প্রকাশিত: ২০:৪৩, ৯ ডিসেম্বর ২০২৩

রবিবার মানববন্ধনের বিষয়ে ডিএমপিকে অবহিত করলো বিএনপি

বিএনপি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন কর্মসূচি সম্পর্কে অবহিত এবং নিরাপত্তার বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল রবিবার মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এ সিনিয়র নেতা জানান, রবিবার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি গ্রহণ করেছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×