ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নিপুণ রায়ের আগাম জামিন

প্রকাশিত: ১৬:২৮, ৪ ডিসেম্বর ২০২৩

নিপুণ রায়ের আগাম জামিন

নিপুণ রায়

নাশকতার আট মামলায় পাঁচ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরী। আগামী ১১ জানুয়ারির মধ্যে তাকে তাকে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেন।

নিপুণ রায় চৌধুরী বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। 

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন চালানো নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় নিপুণ রায়ের বিরুদ্ধে আটটি মামলা হয়।
 
এদিন আদালতে নিপুণ রায়ের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। নিপুণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, নিপুণ রায়ের বিরুদ্ধে আটটি মামলার সাতটি রমনা ও পল্টন থানায়। আর একটি দক্ষিণ কেরানীগঞ্জ থানায়।  

 

এস

সম্পর্কিত বিষয়:

×