ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সংসদ নির্বাচনে যেসব প্রার্থীদের নাম ঘোষণা করল জাতীয় পার্টি

প্রকাশিত: ১৮:২৭, ২৭ নভেম্বর ২০২৩; আপডেট: ১৮:৫৬, ২৭ নভেম্বর ২০২৩

সংসদ নির্বাচনে যেসব প্রার্থীদের নাম ঘোষণা করল জাতীয় পার্টি

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮৯ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু।

জাপার মনোনীত প্রার্থীরা হলেন-

ঢাকা-১৭ এবং‌ রংপুর-৩ আস‌নে দলের চেয়ারম্যান জি এম কা‌দের। ঢাকা-১ অ্যাড. সালমা ইসলাম, ঢাকা-২ শাকিল আহমেদ, ঢাকা-৩ মনির সরকার, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, ঝালকাঠি-১ মো. রেজাউল হক, মুন্সীগঞ্জ-২ মো. জয়নাল আবেদীন।

বরিশাল-১ সেরনিয়াবাত সেকেন্দার আলী, বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ মো. মিজানুর রহমান, বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস, বরিশাল-৬ নাসরীন জাহান রত্না, ঝালকাঠি-১ মো. এজাজুল হক, ঝালকাঠি-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার, পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম, পিরোজপুর-২ খলিলুর রহমান খলিল, পিরোজপুর-৩ মারশেকুল আজম রবি, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমীন হাওলাদার।

টাঙ্গাইল-১ মো. আলী, টাঙ্গাইল-২ মো. হুমায়ুন কবীর তালুকদার, টাঙ্গাইল-৩ মো. আব্দুল হালিম, টাঙ্গাইল-৪ মো. লিয়াকত আলী, টাঙ্গাইল-৫ মো. মোজাম্মেল হক, টাঙ্গাইল-৬ মো. আবুল কাসেম, টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির, টাঙ্গাইল-৮ মো. রেজাউল করিম। 

উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির মনোনয়নপত্র বিক্রি চলে ২৪ নভেম্বর পর্যন্ত। এই সময়ে ১ হাজার ৭৫২ জন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×