ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বিএনপির নেতা-কর্মীরা ইন্ধন দিচ্ছে

প্রকাশিত: ১৬:৫৩, ১২ নভেম্বর ২০২৩; আপডেট: ১৬:৫৪, ১২ নভেম্বর ২০২৩

বিএনপির নেতা-কর্মীরা ইন্ধন দিচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সম্প্রতি ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন স্থানে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। এসময় কিছু কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগও হয়। পোশাক শ্রমিকদের চলমান এই আন্দোলনে বিএনপির নেতা-কর্মীরা ইন্ধন দিচ্ছে। 

রবিবার  (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ অভিযোগ তোলেন।

এদিকে বেতন বৃদ্ধির ঘোষণাও প্রত্যাখ্যান করে শ্রমিকরাঢাকা, গাজীপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। চলমান পরিস্থিতিতে দেশে ১৩০টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন,  মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় কারখানা ভাঙচুর করা হচ্ছে। মজুরি ঘোষণার পর থেকে বেশ কয়েকটি কারখানায় অজ্ঞাতনামা কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কর্মবিরতি পালন করে কর্মকর্তাদের মারধর করেছে। পোশাক কারখানায় কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে এসব কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।

 

এস

সম্পর্কিত বিষয়:

×