ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নয়াপল্টনে বিএনপি-পুলিশের মুখোমুখি অবস্থান

প্রকাশিত: ১৯:১৩, ২৭ অক্টোবর ২০২৩

নয়াপল্টনে বিএনপি-পুলিশের মুখোমুখি অবস্থান

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে উপস্থিত হয়েছেন দলটির নেতাকর্মীরা। যদিও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে পুলিশ। এজন্য বারবার হেন্ডমাইকে ঘোষণাও দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এঘটনা ঘটেছে, পুলিশের আহ্বানকে পাত্তাই দিচ্ছেন না সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীরা। তারা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। সেখানে সাঁজোয়াযানও প্রস্তুত রাখতে দেখা গেছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যেকোনো ধরনের সংঘাত এড়াতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রয়োজনে মাঠে নামতে প্রস্তুত রাখা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্যদেরও। তবে বিএনপি কর্মীরা যদি রাস্তা ছেড়ে দেন, তাহলে কোনো বাধা দেওয়া হবে না। 

 

এবি

সম্পর্কিত বিষয়:

×