ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘বিএনপির মহাসমাবেশ ঘিরে রাস্তাঘাট বন্ধ করার প্রোগ্রাম আমাদের নেই’

প্রকাশিত: ১৭:৩৬, ২২ অক্টোবর ২০২৩

‘বিএনপির মহাসমাবেশ ঘিরে রাস্তাঘাট বন্ধ করার প্রোগ্রাম আমাদের নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। আমরা মনে করি, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।’

রবিবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ বিষয়টি জানতে চান। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন >>  কেউ আসুক আর না আসুক, অপেক্ষা করা হবে না

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকার সব প্রবেশপথ, রাস্তাঘাট সরকার বন্ধ করবে কিনা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, সেই ধরনের কোনও পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি, শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।’

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×