ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিশ্বের বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

অনলাইন রিপোর্টার 

প্রকাশিত: ১৩:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বের বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের বিস্ময় বলে অভিহিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। তিনি ঢাকা-১৪ আসনের অন্তর্গত ৯৩ নং ওয়ার্ডের শাহ আলী থানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকাবাসীর উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, আসছে অক্টোবর মাস হতে যাচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদানের মাস। অক্টোবরই তিনি বাংলাদেশকে উপহার দিচ্ছেন:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশ্বমানের দৃস্টিনন্দন তৃতীয় টার্মিনাল, পদ্মা রেল সেতু এবং রেল সার্ভিস, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরোলের কার্যক্রম, কর্নফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। 

এসব বহুবিধ উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে বদলে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবী দেখছে বিস্ময়ের বিস্ময়, অবাক করে দেওয়া এক বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বিগত ১৫ বছরে বাংলাদেশের বিস্ময়কর অর্জনের প্রতিদান হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য উপস্থিত জনসাধারণকে অনুরোধ জানান যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল। 

তিনি বলেন, ‌প্রধানমন্ত্রীর জন্মদিনের এই অনুষ্ঠানে  যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের বিশাল উপস্থিতিতে দোয়া মাহফিলের অনুষ্ঠানটি সফলতা পেয়েছে। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্হিত সকলের নিকট দোয়া কামনা শেষে তবারক বিতরণ করেন ।

শাহ আলী থানা ৯৩ নং ওয়ার্ড ১১ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি নাজির আহমেদ চৌধুরী মাকসুদের সভাপতিত্বে ৯৩ নং ওয়ার্ড ১১ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের সন্চালনায় দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা , বীর প্রতিক আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন মিয়া, হাসানুজ্জামান খান, জাহিদুল ইসলাম জাহিদ, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, ছানোয়ার হোসেন তালুকদার, হুমায়ুন কবির, আকিদুল আহমেদ, সোনা মিয়া, আতিয়ার রহমান, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, মোহন মিয়া, মোহাম্মদ আলী শেখ , আবুল বাসার, অধ্যাপক এম এ হামিদ, মিজানুর রহমান ভান্ডারী, মুজিবুর রহমান, আক্কাস আলী, আবুল হোসেন শরিফ, মোস্তফা কামাল , ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ,এম আর বাদল , শাহ আলী থানা আওয়ামী লীগের সাবেক স্বাস্হ্য বিষয়ক সম্পাদক , আবু মুসা, কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ন-সাধারণ সম্পাদক , রমিজ উদ্দিন দেওয়ান , ৯৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক , এস এম তামিম সহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এস

×