ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের র‌্যালী

বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এই আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সহ সভাপতি কন্ঠশিল্পী দিনাত জাহান এর নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। 

পরে প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুম, সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরী’র কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। সংগঠনের কার্যকরী সভাপতি রফিকুল আলম এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সম্পাদক আজাদ কবীর, দপ্তর সম্পাদক জয়দেব রায়, সমাজকল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, লায়ন মিজান রহমান, সাগর খান, রোকনউদ্দিন পাঠান, মিতু মাতবর, দীপাবলী দীপা, হাবিবুল্লাহ রিপন, রাজ সরকার-সহ জোটের নেতৃবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর আলমগীর কুমকুম, সারাহ বেগম কবরী, চিত্রনায়ক আলমগীর, অরুন সরকার রানা’র নেতৃত্বে এই সংগঠনটি গঠিত হয়েছিল। বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। প্রতিটি জেলায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শাখা কমিটি।

 

এস

×