ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

খালেদাকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে পাঠানোর আল্টিমেটাম বিএনপির

প্রকাশিত: ১৮:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩

খালেদাকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে পাঠানোর আল্টিমেটাম বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে নেওয়ার ব্যবস্থা করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে এ আল্টিমেটাম দেন ফখরুল। 

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিন, শুধু আমেরিকা নয়, দেশের জনগণও আপনাদের স্যাংশনস দিচ্ছে। তাই তত্ত্বাবধাযক সরকারের অধীনে নির্বাচন দিন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ, চিকিৎসকরা বলেছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। বাংলাদেশে আর তার চিকিৎসা নেই। তাকে বিদেশে না নেওয়া গেলে বাঁচানো দুষ্কর হতে পারে।’

তিনি বলেন, ‘আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। বাইডেন সঙ্গে সপরিবারে ছবি তুলে খুব দেখেছিল- বলেছিলেন আর আমেরিকা যাবেন না। অথচ, তিনি আমেরিকা থাকা অবস্থায় ভিসানীতি কার্যকর করা হলো। ভিসানীতি বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য অপমানজনক।’ 

 

এম হাসান

×