ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও আ.লীগকে ক্ষমতায় আনুন

প্রকাশিত: ১৭:০১, ২২ সেপ্টেম্বর ২০২৩

উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও আ.লীগকে ক্ষমতায় আনুন

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর  জেলা আ.লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান 

চট্টগ্রাম উত্তর  জেলা আ.লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেছেন, প্রবাসে সংগঠন করা মানেই প্রবাসীদের কল্যাণে কাজ করা। সে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমিরাতে প্রতিটি প্রদেশে একই নামে দু' তিনটি সংগঠন রয়েছে। এত সংগঠন থাকার পরেও প্রবাসীদের কল্যাণে আসছে বলে মনে হয় না। এ থেকে বেরিয়ে এসে একটি সংগঠনের ছায়া তলে কাজ করা উচিত।  তাতে উপকৃত হবেন দেশ ও প্রবাসীরা। 

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সারজা এশিয়ান প্যালেস মোবারক সেন্টার হলরুমে বঙ্গবন্ধু পরিষদ শারজার নবনির্বাচিত কমিটি আয়োজিত পরিচিতি সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব

ঙ্গবন্ধু পরিষদ সারজা কেন্দ্রীয় কমিটির  সভাপতি  এম এ তাহের ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সিরাজ দৌল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন   বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর  জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। 

হাফেজ শফিকুর রহমানের কোরান তিলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামাল উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আহমেদ আলী জাহাঙ্গীর,ব্যান্কার এস এম নুরুল ইসলাম , মোহাম্মদ আমির হোসেন,  ইসমাইল গনি চৌধুরী।

আরশাদ হোসেন হিরু,  নুর নবী রওশন, হামিদ আলী, হাফেজ শফিকুর রহমান, আলমগীর আলম, প্রকৌশলী মহি উদ্দিন বেলাল রনি প্রমুখ । অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন   মোহাম্মদ আকরামুজ্জামান খান, আবু মোহাম্মদ খুরশিদ, মোহাম্মদ জিয়া উদ্দিন, নাফিস উদ্দিন্দ  শাহ আলম, কামাল উদ্দিন ভুঁইয়া, নুরুল আমিন, মোরশেদ আজম, সৈয়দ ইকবাল মোরশেদ রনি, মিরাজ আহমদ, নুরুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, মোহাম্মদ জাফর,  রকিবুল ইসলাম কানন, মনিরুজ্জামান মনির । আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন  আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন।

 এসআর

×