রওশন এরশাদ ও সৈয়দ আবু হোসেন বাবলা।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এর দায়িত্ব গ্রহণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
মঙ্গলবার (২২ আগস্ট) দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ মালয় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠোনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান আবু হোসেন বাবলা।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দেশের বিভিন্ন গণমাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এর জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং সংবাদে তার নামটি প্রস্তাবকারী হিসেবে ব্যবহার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি উক্ত সংবাদটিকে ভুয়া ও অসত্য বলে জানিয়েছেন। সেই সঙ্গে যিনি এই সংবাদটি গণমাধ্যমে পাঠিয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
তিনি বলেন, জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন। আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। তিনি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
এম হাসান