ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

যুব মহিলা লীগের সেই নেত্রী বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, সাভার 

প্রকাশিত: ১৩:২৩, ২০ আগস্ট ২০২৩; আপডেট: ১৩:২৫, ২০ আগস্ট ২০২৩

যুব মহিলা লীগের সেই নেত্রী বহিষ্কার

মেহনাজ তাবাচ্ছুম মিশু।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা যুব মহিলা লীগ থেকে মেহনাজ তাবাচ্ছুম মিশুকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। 

শনিবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা উত্তর শাখার মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

আরও পড়ুন:গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

এর আগে, সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলার চেষ্টা, হত্যা চেষ্টাসহ নানা অভিযোগে মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে শনিবার দুপুরে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

এমএম

×