ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

প্রকাশিত: ২০:৪৭, ৯ আগস্ট ২০২৩

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৯ আগস্ট) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আজ বিকেল ৬টা ২৫ মিনিটে বিএনপি খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। রাত ৭টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১০ জুন দিনগত রাত পৌনে তিনটার দিকে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৪ জুন সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি। 

৭৬ বছর বয়সী খালেদা জিয়া গত দুই বছরের বেশি সময় ধরে গুলশানে তার বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০২০ সালের ২৫ মার্চ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’-এর ধারা-৪০১ (১)-এর ক্ষমতাবলে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পান খালেদা জিয়া। এরপর এই মেয়াদ ক্রমান্বয়ে বাড়ানো হয়। 

আরও পড়ুন >>

সরকারি কর্মকর্তাদের ভ্রমণ-পরিবহন ভাতা ৫০ শতাংশ বাড়লো 

এসএসসি উত্তীর্ণদের জন্য বড় সুখবর

ভোলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন

এম হাসান

×