ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

প্রকাশিত: ১৭:৫৯, ৯ আগস্ট ২০২৩

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শুক্রবার (১১ আগস্ট) বাদ জুমা রাজধানীতে দুটি গণমিছিল করবে দলটি।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে শুক্রবার বাদ জুমা গণমিছিল করা হবে। বিএনপির সঙ্গে এক দফা দাবিতে আন্দোলনে থাকা অন্য দলগুলোও একইদিনে যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে।

ফখরুল বলেন, ‘আশা করি সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। বাধা দিলে দায় সরকারকে নিতে হবে।’

এম হাসান

×