ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নির্বাচন নিয়ে বিদেশি অতিথিরা বিএনপিকে কোনো সমর্থন দেয়নি

প্রকাশিত: ২১:০১, ১৫ জুলাই ২০২৩

নির্বাচন নিয়ে বিদেশি অতিথিরা বিএনপিকে কোনো সমর্থন দেয়নি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

নির্বাচন নিয়ে বিদেশি অতিথিরা বিএনপিকে কোনো সমর্থন দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর খামারাড়ীর কৃষিবিদ অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান কামাল বলেন, সরকারের পতন ঘটাতে দফায় দফায় নানান জায়গায় দেনদরবার করছে বিএনপি। কিন্তু কোনো লাভ হবে না। নির্বাচন নিয়ে বিদেশি অতিথিরা বিএনপিকে কোনো সমর্থন দেয়নি। তারা আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায়। বিদেশি বন্ধুদের শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নিবার্চনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
 

এমএম

সম্পর্কিত বিষয়:

×