ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জানুয়ারিতে দেখিয়ে দেয়া হবে সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী

প্রকাশিত: ১৭:৫২, ১২ জুলাই ২০২৩

জানুয়ারিতে দেখিয়ে দেয়া হবে সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী

শেখ ফজলে নূর তাপস।

সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী ২০২৪ সালের জানুয়ারিতে তা দেখিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।  

বুধবার (১২ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করা হয়।

ফজলে নূর তাপস বলেন, যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে, তাদেরকে ২০২৪ সালের জানুয়ারি মাসে আমরা দেখিয়ে দেব, সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী। আজকে ঢাকা ফুঁসে উঠেছে। আমরা আর কোনো নৈরাজ্য বরদাস্ত করব না। আজকে থেকে আমরা আর ঘরে যাব না। ৭১ সালে মানুষ যেমন রণাঙ্গনে গেছে, তেমনি আমরা রাজপথে থাকব।
 
এসময় দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র।
 

এমএম

×